Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গোপায়া ইউনিয়নে ব্যাটারি চালিত অটোরিক্সার ওয়ার্ড কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর ৭ দফা দাবিতে গোপায়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের আন্দোলন কমিটি গঠনের লক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় বড়ইউড়ি বাজারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিকনেতা তৌহিদ মিয়ার সভাপতিত্বে এবং শ্রমিকনেতা বিলাল মিয়ার পরিচালনায় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি শ্রমিকনেতা ধনু মিয়া, সামছুর রহমান, প্রচার সম্পাদক ছালেক মিয়া, সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শ্রমিকনেতা তৌহিদ মিয়াকে সভাপতি ও শ্রমিকনেতা বিলাল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি আন্দোলন পরিচালনা কমিটি গঠিত হয়। পূর্ণ কমিটি হলো- সভাপতি তৌহিদ মিয়া, সহ-সভাপতি ছোবান মিয়া, ময়না মিয়া, সাধারণ সম্পাদক বিলাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক জালাল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সামছু, আব্দুল মনাফ, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, দপ্তর সম্পাদক কবির মিয়া, প্রচার সম্পাদক মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক সোহেল মিয়া, সিনিয়র সদস্য শুকুর আলী, রশিদ মিয়া, নবীর হোসেন, মখলিছ মিয়া, সাহাবউদ্দিন, সোলেমান মিয়া, আশ্বব আলী। সাধারণ সদস্য যথাক্রমে- ফজল হক, আলফি মিয়া, তাহির মিয়া, ফুল মিয়া, নূর আলম, মামুন, মমিন, রিপন, সজিব, সিজিল, আওয়াল, কিম্মত আলী, এমরান, আইয়ুব আলী, কবির, সঞ্জব আলী, আকতার, ভিংরাজ মিয়া।