Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের নতুন ঘরসহ বাড়ী পেল ২৫ ভূমিহীন পরিবার

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ভূমিহীন-গৃহহীনদের একটি সুন্দর ঘরের স্বপ্ন পুরনের প্রথম ধাপে সারাদেশে প্রায় ৭০ হাজার পরিবার এর ন্যায় নবীগঞ্জ উপজেলায় ২৫টি পরিবার পেল একটি করে আধাপাকা বাড়ি। গতকাল শনিবার সকালে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনদের কাছে ঘর গুলো হস্তান্তর করা হয়। ওই দিন সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলূল হক চৌধুরী সেলিম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, বীরপ্রতীক নুর উদ্দিন, প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম মিয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মুহিবুর রহমান হারুন, আবু সাইদ এওলা প্রমূখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিববর্ষ ঘোষনা করে সরকার। মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে চলমান কর্মসুচীর প্রথম পর্যায়ে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় ঘর পেলো ২৫টি পরিবার। উক্ত ২৫টি পরিবারের কাছে আনুষ্টানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।