Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভা নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকারের চলমান পৌর নির্বাচনে পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পঞ্চম ধাপে হবিগঞ্জ পৌরসভাসহ ৩১ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। সব পৌর সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি। তবে ভোট হবে ইভিএমের মাধ্যমে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, মানুষের আ¯’া বেড়েছে ভোটের প্রতি। ইভিএমে ভোট দিলে ভোট আরো সুন্দর হয়, এ জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, চারটার পরও ভোট নেয়া হয়েছে। ইসি সচিব বলেন,‘ সহিংসতা বন্ধে ব্যবস্থা নেয়া আছে। সহিংসতা বন্ধে যথেষ্ট আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়। তবে সব জায়গায় কিছু লোক থাকে, যারা ভালো জিনিসকে ভালো দেখতে চায় না। যেখানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী থাকে না, সেখানে লোকজন উচ্চশৃংখল আচরণ করে। যেগুলো খ-চিত্র মাত্র, এটা সার্বিক পরিস্থিতি না। সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর। উদাহরণ হলো প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেন।’
আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আচরণবিধি না মানলে আইনগত ব্যবস্থা নিতে হবে। এমনও হতে পারে, প্রার্থী বিজয়ের পর মিছিল বের করলে বিজয়ী হওয়ার পরও কমিশন প্রার্থিতা বাতিল করতে পারে। দেশে পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। করোনাভাইরাস মহামারির মধ্যে এবার চার ধাপে এসব পৌরসভায় নির্বাচনের সিদ্ধান্ত নিলেও পরে সেখান থেকে সরে আসতে হয় ইসির। প্রথম ধাপের ২৪ পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ভোট হয়েছে। এরপর ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ভোট হয়েছে ৬০ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় ভোট ৩০ জানুয়ারি এবং চতুর্ধ ধাপে ৫৬ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট হবে। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে পৌরসভায় প্রথম দলীয় প্রতীকে ভোট হয়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।