Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২ জন ভবঘুরেকে অর্নিবান লাইব্রেরী ও তাসনোভা ফাউন্ডেশনের আশ্রয়

স্টাফ রিপোর্টার ॥ খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ও মাহমুদকাটি এলাকার দু’জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উত্তম কুমার দাস ও প্রতাপ কুমার মন্ডল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ হয়ে ভুগতেছিলো চিকিৎসার অভাবে। তাছাড়া এই চিকিৎসার বিষয়ে তাদের কোন যোগাযোগ ও ছিল না তেমন কেউ সহযোগিতার হাত ও বাড়াননি। ঠিক তখনই মানবতার প্রতিষ্ঠান তাসনুভা শামীম ফাউন্ডেশন ও অনির্বাণ লাইব্রেরি এর কাছে এই খবরটি চলে আসলে জনী, নাজমুল, মনা, আজমল, আসাদুল, শিমুল ও দীপঙ্কর ছুটে যায়। তাদের কাছে খোঁজ নেই সব বিষয়ে কিভাবে কি হয়েছে তাদের তারপর তারা তাসনুভা শামীম ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাগর আহমেদ শামীম ও অনির্বাণ লাইব্রেরি এর উপদেষ্টা ম-লীর সাথে যোগাযোগ করে তাদের মতামত ও সার্বিক প্রচেষ্টায় সুচিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতাল ও আশ্রম কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়। ইতিপূর্বে তাসনুভা শামীম ফাউন্ডেশন ও অনির্বাণ লাইব্রেরি এর উদ্যোগে দু’ জন অসহায় ভবঘুরে মানসিক প্রতিবন্ধী মন্টু মিয়া ও আমেনা বেগম কে আশ্রয় এর ব্যবস্থা করা হয়েছিল। তাদের এমন কাজ দেখে খুলনা জেলার পাইকগাছা উপজেলার মানুষগুলো আবেগে আল্পুত তাদের এমন মহানুভব কাজকে তারা শ্রদ্ধার সাথে সম্মান করছেন। আর এই বিষয়ে সর্বক্ষেত্রে সহযোগিতা করেছেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, জেলা প্রশাসক হেলাল উদ্দিন, জেলা সমাজসেবা অফিসার খান মোতাহের হোসেন, মাসুদ রানা, নির্বাহী উপজেলা অফিসার এ বি এম খালিদ সিদ্দিকী, উপজেলা সমাজসেবা অফিসার আলী আহসান, ওসি এজাজ শফী ও তদন্ত কর্মকতা আশরাফুল আলম। সার্বক্ষণিক যাদের প্রচেষ্টা ও সহযোগিতা ছিল তারা হলেন জয়দব কুমার ভদ্র ও প্রভাত দেবনাথ।