Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এশিয়ান টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল এর সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ মোতাব্বির হোসেন, পিআইও মলয় কুমার দাস, সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আজমল হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, সাংবাদিকতাকে বলা হয় রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। সত্যকে ধারণকরেই সংবাদ লিখতে হবে। এতে করে ইয়েলো জার্নালিজমের কোন স্থান নেই। একজন সৎ ও অনুসন্ধানী সাংবাদিক সমাজে অনেক ভূমিকা রাখতে পারেন। তবে সংবাদপত্রের সাথে জড়িতদের প্রতিনিয়ত পড়তে হবে। তিনি আরও বলেন, একজন মফস্বলের সাংবাদিক যদি প্রতিনিয়ত অধ্যয়ন করেন এবং সাংবাদিকতার ইথিকস সম্পর্কে জ্ঞাত থাকেন তাহলে জাতীয়ভাবে সাংবাদিকতা করার অবারিত সুযোগ আছে। এর বাস্তব উদাহরণ হচ্ছেন সদ্য প্রয়াত প্রথম আলোর যুগ্ম সম্পাদক কলামিস্ট মিজানুর রহমান খান। যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন তাদের উপর গুরু দায়িত্ব রয়েছে জুনিয়রদের এ ক্ষেত্রে সহযোগিতা করা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং দণি-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিবুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ জুবায়ের জসিম, সাংবাদিক এস এম সাইফুল ইসলাম সেলিম, সাহিদুর রহমান, সাবেক ছাত্রনেতা ফজলে এলাহি যাদু, ইয়াসিন আরাফাত মিল্টন, মোক্তাদির হাসান সেবুল, মোঃ নুরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ লিলু, তাপস হোম, কাউছার আহমেদ, সজিব হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিব মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভার আগে বড় বাজার শহীদ মিনার থেকে বড় বাজারে র‌্যালি অনুষ্ঠিত হয়। সার্বিক দায়িত্বে ছিলেন এশিয়ান টেলিভিশনের বানিয়াচং উপজেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন।