Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাসিবের পাটজাত পন্য উৎপাদন ও বাজারজাতকরণ ৫ দিন ব্যাপী প্রশিক্ষণে সনদপত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা নাসিব কর্তৃক পাটজাত পন্য উৎপাদন ও বাজারজাতকরণ ৫দিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্তিতে প্রশিক্ষানার্থীদের সনদপত্র প্রদান করা হয়। তারা প্রশিক্ষণকালীন অনেক পন্য তৈরী করে প্রমাণ করেছে তারাও পারবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। তারা আগামীকাল থেকে হস্থশিল্পের কাজ শুরু করবে এবং উৎপাদিত পন্য দেশে ও বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। নাসিব হবিগঞ্জ জেলা প্রেসিডেন্ট সফিকুল বারী আউয়াল বলেন আজ যারা ৫দিনের প্রশিক্ষণ সমাপ্ত করেছে, তাদের জন্য আগামী ২মাস পর এডভান্স প্রশিক্ষনের ব্যবস্থা এবং ব্যবসায়ের জন্য স্বল্প সুদে ব্যাংক লোনের ব্যবস্থা করবেন বলে বক্তব্য রাখেন। গতকাল হবিগঞ্জ সদর উপজেলার আলী ইদ্রিস হাই স্কুল হল রুমে সমাপনী অনুষ্ঠিত হয়। নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এসএমই ফাউন্ডেশন ও নাসিব কর্তৃক যৌথ উদ্যোগে এ কর্মশলা আয়োজন করে থাকে। স্বাগত বক্তব্য রাখেন আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়া। সনদপত্র বিতরণে বক্তব্য রাখেন বিসিক শিল্প মালিক সমিতির প্রেসিডেন্ট মোঃ দেওয়ান মিয়া, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুর রহমান লাল, বিশিষ্ট পঞ্চায়েত মুরুব্বি আব্দুল হান্নান, প্রশিক্ষক মোবাশ্বেরা রহমত উল্লাহ ও প্রশিক্ষক রহমত উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে কোরআান থেকে তিলাওয়াত করেন প্রশিক্ষনার্থী মোছাঃ খরফুন্নেছা, হামনাথ পরিবেশন করেণ ইয়াছমীন আক্তার, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী ইদ্রিস হাই স্কুলের পরিচালনা কমিটির সদস্য নাহার আক্তার, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, মোহাম্মদ জিল্লুর রহমান, হ্যাপি রানী তালুকদার, মোছাঃ মাহফুজা আক্তার, মোঃ আফজাল হোসাইন রনি, মোঃ হেলাল মিয়া ও জলকিস আক্তার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।