Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করোনা ভাইরাস বিস্তার রোধ ও করণীয় বিষয়ে লন্ডনে জিএসসি সাউথ ইস্ট রিজিওনের ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল

লন্ডন প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের বিস্তার রোধ ও এর করণীয় বিষয়ে এক ভার্চুয়াল আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ই জানুয়ারী রোববার গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন। সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সাউথ ইস্ট রিজিওনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক। প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। অতিথিদের মধ্যে আলোচনায় অংশ নেন জিএসসির পেট্রন ডক্টর হাসনাত এম হোসেইন, পেট্রন কে এম আবুতাহের চৌধুরী, জিএসসির সাবেক চেয়ারপার্সন ও চ্যারিটি কো অর্ডিনেটর মোহাম্মদ মনছব আলী। কেন্দ্রিয় সেক্রেটারী খসরু খান, ট্রেজারার সালেহ আহমদ, সহ-সভাপতিদের মধ্যে ব্যারিস্টার মাসু আহমদ, বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, বাংলা হাউজিং এসোসিয়েশন সিও বশির উদ্দিন, কমিউনিটি নেতা অধ্যাপক আব্দুল কাদের সালেহ প্রমুখ। সভায় কোভিড-১৯ এর বিস্তার রোধ ও করণীয় নিয়ে পরামর্শ মূলক আলোচনা করেন জিএসসির সাবেক মহিলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা এবং মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার। বাংলা হাউজিং এসোসিয়েশনের সিও বশির উদ্দিন জনসচেতনতা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়াও আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিবিদ ছুরাবুর রহমান, সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারী মোঃ আহবাব মিয়া, জিএসসি কেন্দ্রিয় জয়েন্ট সেক্রেটারী আহসানুজ্জামান আরিফ, কেন্দ্রিয় মহিলা বিষয়ক সম্পাদিকা কাউন্সিলর জুতস্না ইসলাম, সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতিদের মধ্যে মাওলানা রফিক আহমদ রফিক, মঞ্জুর রেজা চৌধুরী , কাউন্সিলর ফয়জুর রহমান, তৌফিক আলী মিনার, মামুনুর রশীদ, এম এ গফুর, সাউথ ওয়েস্ট রিজিওনের সভাপতি হেলাল তরফদার, খিদমাহ একাডেমীর খতিব মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুস, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ, জয়েন্ট সেক্রেটারী এম এ মালিক কুটি, জয়েন্ট সেক্রেটারী ব্যারিস্টার মাহমুদুল হক ও মুহিব উদ্দিন চৌধুরী, জয়েন্ট ট্রেজারার মোঃ আবুল মিয়া, সাউথ ইস্ট রিজিওনের মেম্বারশীপ সেক্রেটারী আখলাকুর রহমান, সাবেক কাউন্সিলর রুহুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল চৌধুরী, সাউথ ইস্ট রিজিওনের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী এ রহমান অলি, এসেক্স শাখার সেক্রেটারী আব্দুল হক আবু ও ট্রেজারার মোস্তফা আলম, ইঞ্জিনিয়ার আহমদ মাদানী, আঙ্গুর আহমেদ, সিদ্দিকুর রহমান কুরাইসী, আবু সায়েদ তানজিম,মোস্তাক আহমেদ, ইঙ্গিনিয়ার মাসরুর মুন্না, মুমিন আলী,সালেহ আহমদ, নুর আহমদ, তাজ উদ্দিন, তাতিয়াল আনহার, আরিফ উদ্দিন, শেখ ফারুক। এছাড়াও জিএসসি সাউথইষ্ট রিজিওনের সাখা থেকে অংশগ্রহণ করেন ইস্ট লন্ডন ব্রাঞ্চ, পোস্টমাউথ ব্রাঞ্চ, মিডেলসেক্স ব্রাঞ্চ, বেডফোর্ড ব্রাঞ্চ ও এসেক্স ব্রাঞ্চের প্রিতিনিধিবৃন্দ। সভা শেষে করোনাভাইরাসে আক্রান্তদের আশু সুস্থতা ও যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ।