Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে করোনা কালীন স্বাস্থ্য সচেতনতা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তথ্য আপার উঠান বৈঠক

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে করোনা কালীন স্বাস্থ্য সচেতনতা ও আত্মকর্মসংস্থান এর সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১নং উত্তর পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় সোমবার বিকাল ৩টায় উপজেলা তথ্য আপা কর্তৃক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নুপুর রানী মহন্ত’র পরিচালনায় এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক ও আমার বাড়ী আমার খামার এর শাখা ব্যবস্থাপক সুদীপ কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবজমিন ও সিএনএন বাংলা টিভির উপজেল প্রতিনিধি সাংবাদিক মখলিছ মিয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন তথ্যসেবা সহকারী নাঈমা সুলতানা, পান্না আক্তার আখি। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদ রানা উঠান বৈঠকে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে অনেক বিষয়ের সমাধান পাওয়া যায়, কৃষিসহ সার্বিক তথ্য ইন্টারনেটের মাধ্যমে জানার ফলে অনেক কাজ এখন অল্প সময়ের মধ্যে করা সম্ভব। পুরুষের পাশাপাশি মহিলারাও পরিবারের জন্য অনেক শ্রম দিয়ে থাকেন, অনেক ক্ষেত্রে আমরা তাদের কাজের মূল্যায়ন করি না, এই কাজটি সঠিক নয়, স্বামী-স্ত্রী একে অপরের মধ্যে সংসারের কাজ ভাগাভাগি করলে পরিবারে কখনো অশান্তি আসবে না। তথ্য আপারা আপনাদের যে পরামর্শ দিয়ে থাকেন, অবশ্যই আপনারা তাদের সেই পরামর্শকে গুরুত্ব দিবেন, তারা সব সময়ই আপনাদের পরিবার পরিজনদের ভাল রাখার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। উল্লেখ্য, গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তির সাথে পরিচয় করানো এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান এর কলা কৌশল যার মাধ্যমে-মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে অবহিত করতে তথ্য আপারা নিয়মিতভাবে বিভিন্ন পাড়া-মহল্লায় উঠান বৈঠক করে আসছেন।