Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় প্রতিনিধি সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঐতিহাসিক রক্ত¯œাত ২০ মে কে চা শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় ভাবে পালন, চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করা, দৈনিক মজুরি ৫০০ টাকা প্রদান, অবিলম্বে ২০২১-২০২২ সালের চুক্তি সম্পন্ন করাসহ বিভিন্ন বিষয় নিয়ে গতকাল রবিবার চুনারুঘাট উপজেলায় দুপুর ১২টায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উদ্যোগে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সংগঠক সাবেক ইউপি মেম্বার ময়না রবিদাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্ঠা কমরেড উজ্জ্বল রায়, লংলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা বীরেন সিং, বর্তমান ইউপি মেম্বার চা শ্রমিক নেতা লক্ষ্মী চরন বাকতি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) চুনারুঘাট উপজেলার সংগঠক আব্দুল মালেক, লস্করপুর চা বাগানের প্রবীন চা শ্রমিক নেতা দিলীপ বুনার্জি, রশিদপুর চা বাগানের চা শ্রমিক নেতা শিবলাল রবি দাশ, লাক্কাতুরা চা বাগানের চা শ্রমিক নেতা আমেনা বেগম, মালনীচড়া চা বাগানের চা শ্রমিক নেতা নমি রায়, আরো বক্তব্য রাখেন অঞ্জলী তন্ত্রবায়, হৃদয় লোহার, বিষ্ণু তন্ত্রবায় প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ওবাইদুল হক চৌধুরী, শকন্তলা কালেন্দী, সাইফুল ইসলাম রুবেল প্রমুখ। উপস্থিত সবার আলোচনার মাধ্যমে চা শ্রমিকদের সমস্যা সংকট চিহ্নিত করে অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার জন্য ১০ দফা দাবীনামা চূড়ান্ত করা হয় এবং আগামী ২০ মে কে শতবর্ষ হিসেবে বিশেষভাবে চা শ্রমিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।