Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে যুবক খুন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় তানভীর মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। সে বড়ইউড়ি গ্রামের মোন্তাজ মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে গতকাল ৯ জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের খলিয়া বাড়ীর সামনে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়ইউড়ি গ্রামের মোন্তাজ মিয়া ও মোহাম্মদ আলীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ২০১৭ সালে মোহাম্মদ আলীর পিতা আমীর আলীকে মোন্তাজ মিয়ার লোকজন হত্যা করে। ওই হত্যা মামলায় নিহত তানভীরের পিতা মোন্তাজ মিয়া আসামী হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। ৮ জানুয়ারী শুক্রবার মোন্তাজ মিয়ার লোকজন মোহাম্মদ আলীর উপর হামলা চালিয়ে আহত করে। এর জের ধরে গতকাল ৯জানুয়ারী শনিবার সাড়ে ১২টার দিকে মোন্তাজের ভাতিজা ফরহাদ এর উপর মোহাম্মদ আলীর লোকজন হামলা চালায়। এ নিয়ে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছিলো।
এরই মধ্যে পলাতক থাকা মোন্তাজ ও তার লোকজন ৯ জানুয়ারী গ্রামে প্রবেশ করায় দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে মোন্তাজ মিয়ার বাড়ীর সামনে মোহাম্মদ আলীর লোকজন মোন্তাজ মিয়ার ছেলে তানভীরকে আক্রমন করে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আেেত সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, থানা পুলিশ লাশ উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম। আসামি গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস।