Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ পাকিস্তানে খাইবার পাখতুন খোয়া প্রদেশের করক জেলায় হিন্দু মন্দিরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনের চট্টগ্রামের রহমতগঞ্জে অবস্থিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ভবন ভাংচুর ও হামলার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদক। সাধারণ সম্পাদক এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন এডঃ মুরলী ধর দাশ, এডঃ সুধাংশু সূত্রধর, স্বপন লাল বণিক, আশুতোষ অধিকারী, এডঃ মনমোহন দেব নাথ, শংখ শুভ্র রায়, বিপ্লব রায় চৌধুরী, এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, রিপুহারা কৃষ্ণ দাস প্রভু, দ্বিজয় বণিক, নিতেন্দ্র সূত্রধর, কৃষ্ণ ভক্ত দাস, নিরেশ দাশ বলাই, পঙ্কজ কান্তি দাস পল্লব, সুজন কুড়ি, কৌশিক আচার্য্য পায়েল প্রমুখ। বক্তাগণ উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ৫ শতাধিক লোক অংশগ্রহণ করেন।