Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ফের টিলা কাটা শুরু ॥ অভিযোগ দায়ের

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি দ্বীপ খ্যাত ঐতিহ্যবাহী দিনারপুর পরগনায় ফের শুরু হয়েছে টিলা কাটা। দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের টিলাবাড়ি নামকস্থান থেকে টিলা কেটে উজার করে নিয়ে যাচ্ছে একদল অসাধু চক্র। টিলা কাটা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়-কিছুদিন বন্ধ থাকার পর ও পাহাড় কাটায় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার পরও গত ৫-৬ দিন ধরে গভীর রাতে উপজেলার দিনারপুর পরগণার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের (টিলাবাড়ি) থেকে প্রায় ৪০-৫০ ফুট উচু টিলার মাটি কেটে উজার করে নিয়ে যাচ্ছে দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের মৃত ছুরত আলীর পুত্র আকল মিয়া ও তাঁর লোকজন। টিলা থেকে মাটি কেটে ট্রাক্টর যোগে নিয়ে অন্যত্র বিক্রি করছে আকল মিয়া গংরা। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং দিনারপুর পরগণার ঐতিহ্য নষ্ট হচ্ছে। স্থানীয় মুরুব্বিরা বার বার নিষেধ দেয়ার পরও আকল মিয়া নিষেধ অমান্য করে টিলা থেকে মাটি কাটা অব্যাহত রেখেছেন। পাহাড় কাটা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রতিকার চেয়ে গত মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্ব দেবপাড়া গ্রামের মজিদ মিয়া। অভিযোগ দায়েরের পরও টিলা কাটা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দ্রুত টিলা বা পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী সচেতন মহলের।