Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মোটর সাইকেল আটকানোর অজুহাতে টাকা নিয়ে প্রায়ই মোটর সাইকেল মালিকদের সাথে বাকবিত-া ঘটছে। তবে শায়েস্তাগঞ্জ ট্রাফিক জোনের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। জানা যায়, শায়েস্তাগঞ্জে গত ১ সপ্তাহে পুরান বাজার থানার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রেজিস্ট্রেশন বিহীন ও অবৈধ অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করা হয়। তবে মোটর সাইকেল মালিকদের অভিযোগ এসব মোটর সাইকেল সকালে আটক করলেও রহস্যজনক কারণে বিকালে ছেড়ে দেয়া হয়। যদি কেউ ট্রাফিকের চাহিদা পূরণ করতে না পারে তবে সে গুলোর বিরুদ্ধে মোটর যান আইনে মামলা দিয়ে হবিগঞ্জ ট্রাফিক অফিসে প্রেরণ করা হয়। অনেক মোটর সাইকেল মালিক হবিগঞ্জ ট্রাফিক অফিসে এসে মামলা নিষ্পত্তি করেন। এতে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। মোটর সাইকেল আরোহী আব্দুল কাইয়ূম, মনসুর আলী, সফিক মিয়াসহ বেশ কয়েকজন জানান, তাদের মোটর সাইকেল আটকিয়ে কাগজপত্র সঠিক থাকার পরও হয়রানি করছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ট্রাফিক জোনের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ১ সপ্তাহে এ পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ মোটর সাইকেল আটক করা হয় এবং মামলা দেয়া হয়। অভিযান নিয়মিত চলবে।