Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নির্বাচনী আচরন বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জেলা প্রশাসক ॥ সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্টু নির্বাচন উপহার দিতে চাই

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, হবিগঞ্জ জেলা একটি শান্তিপূর্ণ জায়গা। আশাকরি সকলের সার্বিক সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্টু নির্বাচন উপহার দিতে পারবো। তিনি বলেন, আমি আশাকরি সকল প্রার্থী নির্বাচনী সকল বিধি বিধান মেনে চলবেন এবং নির্বচনী কাজে নিয়জিত সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করবেন।তিনি আরো বলেন, নবীগঞ্জ পৌরসভায় কোন ঝুকিপূর্ণ সেন্টার নেই তবে সকল সেন্টারকেই গুরুত্ব সহকারে দেখা হবে। তিনি গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে নবীগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত “নির্বাচনী আচরন বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায়” প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল হক, নবীগঞ্জ বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী ছাবির আহমদ চৌধুরী, সংরক্ষিত আসনের প্রার্থী জাকিয়া আক্তার লাকি, কাউন্সিলর প্রার্থী ওহি চৌধুরী, নানু মিয়া, যুবরাজ গোপ, এটিএম রুবেল, রুহেল আহমেদ, সুন্দর আলী, প্রাণেশ দেব, জায়েদ চৌধুরী, ফজলুল করিম, মইনুল ইসলাম চৌধুরী প্রমূখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি, মেয়র প্রার্থী রাহেল চৌধুরী, মাহবুবুল আলম সুমন, সংরক্ষিত আসনের প্রার্থী নাসিমা সুলতানা, পারুল আকতার, রোকেয়া বেগম, কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন, ফজল আহমদ চৌধুরী, বাবুল দাশ, কবির মিয়া, শেখ আবুল কাশেম, এটিএম সালাম, লুৎফুর রহমান মাখন, আব্দুস সোবহান, আকমল আজাদ টিটু, জাকির চৌধুরী, মিজানুর রহমান মিজান প্রমূখ।