Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে জোরপূর্বক পোল্ট্রি খামার স্থাপন ॥ ৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে আদালতের আদেশ উপেক্ষা করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। কমলপুর হযরত শাহজালাল (র:) আলিম মারাসার অধ্যক্ষ আনিসুর রহমান আদিল বাদি হয়ে গতকাল রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, ফয়েজ আহমেদ, উজায়ের হাফিজ, মাশরুম হায়দার, মোঃ শামীম আহমেদ, সাইদুর রহমান ও জাকিউল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ঘাস চাষের কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে তুলা হচ্ছে পোল্টি খামার। জমির মালিকের সাথে কোন প্রকার আলাপ না করে জোরপূর্বক জমির আকার আকৃতি পরির্বতন করে পরিবেশ বিনষ্ট পোল্ট্রি খামার স্থাপন বন্ধ করতে অতিরিক্ত জেলা হাকিম আদালত ০৮-১১-২০২০ তারিখ মামলা নং ৮৭১/২০ মাধব শান্তি ও দখল রক্ষায় ১৪৪ ধারা জারি করেন। কিন্তু এইচ এন্ড এইচ এগ্রো কর্তৃক উক্ত আদালতের ১৪৪ ধারা আদেশ ভঙ্গ করে পোল্টি খামার স্থাপনের মো: ফয়েজ মিয়া ও শামিম মিয়া ৭০-৮০ জন লোক নিয়ে গত ২ জানুয়ারী সকাল ৭ টার দিকে নির্মাণ কাজ শুরু করে। এ বিষয়ে কমলপুর হযরত শাহজালাল (র:) আলিম মারাসার অধ্যক্ষ আনিসুর রহমান আদিল জানায় প্রতিষ্ঠানের পাশে পরিবেশ বিনষ্ট পোল্ট্রি খামার স্থাপন বন্ধ করতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষেকে অভিহিত করা হলে পুলিশ এসে ১৪৪ ধারা জারিকৃত জমিতে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামিম ও তার লোকজন পালিয়ে যায়। পুলিশ উক্ত কাজ বন্ধ করে দেয়। পরে আদালতের আদেশ অমান্য করে পুণরায় কাজ শুরু করে। জমি মালিক শরীফুর রহমান জানান, যে শামীম ও তার লোকজন আমাকে প্রকাশে হত্যার হুমকী দেয় যেন উক্ত কাজের আশপাশে না আসি।