Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে এনএইচএন্ড এগ্রোর আদালতের আদেশ ভঙ্গ করে পরিবেশের ছাড়পত্র নেয়া পায়তারা

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের ঘাস চাষের কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে তোলা হচ্ছে পোল্ট্রি খামার। জমির মালিকের সাথে কোন প্রকার আলাপ না করে জোরপূর্বকভাবে জমিনের আকার আকৃতি পরির্বতন করে পরিবেশ বিনষ্ট পোল্ট্রি খামার স্থাপন বন্ধ করতে অতিরিক্ত জেলা হাকিম আদালত ০৮.১১.২০২০ তারিখ মামলা নং ৮৭১/২০ মাধব শান্তি শৃংখলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেন। কিন্তু এন এইচ এন্ড এগ্রো কর্তৃক উক্ত আদালতের ১৪৪ ধারা আদেশ ভঙ্গ করে এবং জমিনের শ্রেনি পরির্বতনের অনুমতি ছাড়া পরিবেশের ছাড়পত্র ছাড়া পোল্টি খামার স্থাপনের জন্য প্রতিনিয়তই বাঁশ ও কাজের মালামাল সংগ্রহ করে জোর করে কাজ শুরু করার অভিযোগ এনে মো: আনিসুর রহমান পোল্ট্রি খামার স্থাপন বন্ধ করার জন্য বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সিলেট বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, কমলপুর মেইন সড়কের পাশে কমলপুর মৌজায় অবস্থিত কোয়ালিটি ফিড লিমিটেড এর প্রতিনিধি একই গ্রামের ফয়েজ মিয়া কর্তৃক মৌখিতভাবে ভিন্ন কথা বলে বুঝিয়ে সুজিয়ে গো খাদ্যের জন্য ঘাস চাষাবাদ করবে বলে প্রায় ৩ বছর পূর্বে জমির মালিকদের নিকট হতে প্রায় ৬ একর জমি ভাড়া নেয়। কিন্তু কোয়ালিটি ফিড লিমিটেড এর লোকজন গবীর কৃষকদের সাথে মিথ্যা কথা বলে চুক্তিতে লিখে নিয়ে এখন গ্রামের পরিবেশ নষ্ট করার জন্য অবৈধভাবে পোল্ট্রি ফার্ম স্থাপন করছে। পরিবেশ অধিদপ্তেরর পরিবেশ ছাড়পত্র ব্যতিত অবৈধভাবে কোয়ালিটি ফিড লিমিটেড কর্তৃক উক্ত জমিতে পোলট্টি ফার্ম স্থাপনের কাজ শুরু করে। সেই সাথে আমাদের কৃষি জমি ভাড়া নিয়ে জমির শ্রেণি পরিবর্তন করার জন্য জোরপূর্বক মাঠি কাটার ভেকু দিয়ে জমিতে পুকুর খনন করা, দালান ঘন স্থাপন করছে। উক্ত কৃষি জমির শ্রেণী পরিবর্তে জমির মালিকদের সম্মতি নেই। এলাকার লোকজন গত ৬ ডিসেম্বর কোম্পানীর স্থানীয় প্রতিনিধিদের নিকট পোল্ট্রি ফার্ম স্থাপনের সরকারি অনুমোদন এবং পরিবেশ ছাড়পত্র দেখতে চাইলে তাঁরা উক্ত ছাড়পত্র নেই বলে জানান। একই গ্রামে মোঃ ফয়েজ মিয়া তার নিজ বাড়ির পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় অতিদূঘন্ধ পরিবেশ সৃষ্টি করে তারা ১৫ হাজার লেয়ার মুরগীর র্ফাম গড়ে তুলে। এন এইচ এন্ড এগ্রো কর্তৃক একই গ্রামে আরও ৩টি বড় আকৃতির পোলট্রি ফার্ম স্থাপন করেছে। যার ফলে সারা গ্রামে মাছির উপদ্রবে লোকজন খাবার খেতে পারে না, ঘুমাতে পারে না যার জন্য গ্রামের লোকজন অতিষ্ট এবং এর দূঘন্ধে এলাকায় বসবাসরে অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া গ্রামে ডায়রিয়া রোগসহ সংক্রমন রোগ বেড়ে গেছে। এর প্রতিবাদে এলাকার লোকজন মানবন্ধনসহ বিভিন্নভাবে প্রতিবাদ সমাবেশ করে আসছে। উক্ত ফার্ম ৪টিরও পরিবেশ ছাড়পত্র নেই। এন এইচ এন্ড এগ্রো কর্তৃক পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ছাড়পত্র ব্যতিত অবৈধভাবে পোলট্রি ফার্ম স্থাপন কাজ বন্ধের নির্দেশনা প্রদান করে গ্রামের গরীব কৃষকদের সুস্থ্যভাবে বেচে থাকার সুযোগ করে দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এলাকার জনসাধারণের দাবী।