Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাউরিয়াকান্দি গ্রামে জমি দখল করতে ভয়ভীতি প্রদর্শণ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি গ্রামে জমি দখল করতে না পেরে এক নারীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে প্রতিপক্ষের লোকজন। যে কোন সময় তাকে ও তার স্বামীকে হত্যা করে লাশ গুম করে ফেলতে পারে এমন আশংকায় তিনি হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় আসামী করা হয় ওই গ্রামের মৃত কমর উদ্দিনের পুত্র হাজী কটু মিয়া, হাজী কটু মিয়ার পুত্র আল আমিন মিয়া, পেয়ারা বিবি, পেকম বিবি, পরিনা বিবি। জানা যায়, ওই গ্রামের দিদার আলীর স্ত্রী জরিনা বিবি ও তার বোন পরিনা বিবির নিকট মৌখিকভাবে বিক্রি করে দখল সমজিয়ে দেন তার পিতা। জরিনা বিবি তার অংশের জায়গায় মাটি কেটে পুকুর খনন করে মাছ চাষ ও গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছেন। এক পর্যায়ে তার বড় ভাই আব্দুল হালিম তার পিতাকে অনুরোধ করলে তিনি ওই জমি সাদা কাগজে দানপত্র করে দেন। বর্তমানে ওই জমি দখলে নিতে আসামিরা নানা চক্রান্ত করে বেড়াচ্ছে। গত ২৬ ডিসেম্বর জরিনা বিবিকে একা পেয়ে আসামিরা তার উপর আক্রমণ চালায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এ বিষয়ে তিনি জানমালের নিরাপত্তার আশংকা করে আদালতে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করেন।