Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ছাড়পত্র না নিয়ে স্থাপন করা হয়েছে পোল্ট্রি খামার ॥ হুমকিতে জনস্বাস্থ্য

স্টাফ রিপোর্টার ॥ ইটভাটা, কল-কারখানা, গরু-ছাগল কিংবা হাঁস-মুরগির ফার্ম এ জাতীয় প্রতিষ্ঠান তৈরিতে সুনির্দিষ্ট নীতিমালা আছে। যেখানে এ ধরনের ফার্ম লোকালয় থেকে দূরে গড়ে তোলার কথা বলা হয়েছে। কিন্তু নিয়ম-কানুনের তোয়াক্কা না করে এসব প্রতিষ্ঠান এখন লোকালয়ে গড়ে উঠছে। ফলে ওইসব এলাকার পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। এরকমই কয়েকটি পোল্ট্রি খামারের সন্ধান পাওয়া গেছে মাধবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে। এখানে কয়েকটি কোম্পানী গ্রামবাসীকে ভুলবুঝিয়ে তাদের জমি ভাড়ায় নিয়ে গড়ে তুলেছে খামার। এ নিয়ে এলাকাবাসী ও পোলট্রি খামার স্থাপনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গ্রামবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও ইউএনও বরাবর অভিযোগও করা হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। কোয়ালিটি কোম্পনি নামে ওই শিল্পপ্রতিষ্ঠান কৃষকদের কাছ থেকে কিছু জমি লিজ নেয়। পরবর্তী সময় কোম্পানির লোকজন সেখানে জমির শ্রেণির পরিবর্তন করে পোলট্রি খামার স্থাপন করার উদ্যোগ নেয়। পোলট্রি খামার স্থাপন করার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন প্রতিবাদ করেন। কিন্তু কোম্পানির লোকজন এলাকাবাসীর বাধা না শুনে পোলট্রি খামার স্থাপনের জন্য তাদের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ এখানে পোলট্রি খামার গড়ে তোলা হলে পরিবেশ দূষণ হবে। মুরগির খামার ও তার বিষ্টার গন্ধে বসবাস করাই অনেকের কষ্টকর হয়ে পড়েছে। একটু বাতাস হলেই গন্ধ আর মশা-মাছির কারণে এ এলাকায় টিকতে পারেন না তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চুক্তি অনুযায়ী ওই সব ধানী জমিতে ঘাস চাষ করার কথা থাকলেও করা হচ্ছেন পোল্ট্রি খামার। ওই সব খামারের বর্জ্যে ব্যবস্থাপনাও হচ্ছে না অন্যদিকে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। নিয়ম অনুযায়ী রাস্তাঘাট ও বসত বাড়ির ২শ’ গজের মধ্যে পোল্ট্রি বর্জ্য ফেলা যাবে না। কিন্তু এ নিয়ম মানা হচ্ছে না। এ ব্যাপারে সরকারি আশু দৃষ্ঠি কামনা করছেন।