Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে গৃহহীনদের দেয়া খালের বরাদ্দ বাতিলের দাবী

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বড়ধলিয়া গ্রামের জমির পানি নিষ্কাশনের খাল গৃহহীনদের দেয়া বরাদ্দ বাতিলের দাবী জানানো হয়েছে। গত ২৭ ডিসেম্বর মাধবপুর সহকারী কমিশনার ভূমির নিকট এক আবেদনে বড়ধলিয়া গ্রামবাসীর পক্ষে মোঃ আব্দুল কাইয়ূমসহ অর্ধশতাধিক কৃষক এ দাবী জানান।
আবেদনে বলা হয়, মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড়ধলিয়া গ্রামের উত্তর দিকে আবাদি জমির ধান সহ বিভিন্ন কৃষি জাত পন্য উৎপাদন হয়। বড়ধলিয়া ও রসুলপুর মৌজার প্রায় ২’শ একর জমির পানি খাল দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম দিকে চলে যায়। কিন্তু পানি নিষ্কাশনের ওই খালটি নাকি গৃহহীনদের বরাদ্দ দেয়া হয়েছে। পানি নিষ্কাশনের উক্ত খাল ভরাট করে বসতবাড়ি নির্মিত হলে উল্লেখিত প্রায় ২’শ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আবাদি ফসল ও মৌসুমী শাকসবজি মারাত্মক ক্ষতির সম্মুখিন হবে। এ অবস্থায় উক্ত কৃষকগণ গৃহহীনদের দেয়া খাল বরাদ্দ বাতিল করে গৃহীত সিদ্ধান্ত পুন বিবেচনা করে কৃষকদের সমুহ ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানানো হয়েছে।