Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে- জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শায়েস্তাগঞ্জ পৌরসভায় শুধু ধানের শীষের বিজয় হয়নি, শায়েস্তাগঞ্জে গণতন্ত্রের বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এই বিজয়ের মাধ্যমে শায়েস্তাগঞ্জবাসী প্রমাণ করেছেন জনগণের সামনে কোন অপশক্তি দাঁড়াতে পারে না। আমি হবিগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শায়েস্তাগঞ্জের সম্মানীত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বোচ্চ সেবার মাধ্যমেই শায়েস্তাগঞ্জবাসীর এই ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন নব-নির্বাচিত মেয়র ও শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এফ আহমেদ অলি।
তিনি গতকাল সোমবার রাতে শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে ধাণের শীষের বিজয়ে পর সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন। জি কে গউছ বলেন- ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মত শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনেও ভিন্ন ভিন্ন ফরমটে ধানের শীষের বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শায়েস্তাগঞ্জবাসী গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়ায় কোন ষড়যন্ত্রই সফল হয়নি। শায়েস্তাগঞ্জে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই বিজয় গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের যেখানেই সুষ্ঠ নির্বাচন হবে, জনগণ ভোট দেয়ার সুযোগ পাবে, সেখানেই বিএনপির বিজয় হবে।
জি কে গউছ বলেন- আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামীলীগ বাকশালে বিশ্বাস করে। আওয়ামীলীগ জনগণের ভোটাধিকার হাইজ্যাক করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। শায়েস্তাগঞ্জে প্রমাণ হয়েছে জনগণ আওয়ামীলীগের সাথে নেই। আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল। শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামীলীগ রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে। এই আওয়ামীলীগেরও একদিন পতন হবে। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমেই বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দুরে নয়।