Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ৪ সিএনজি চালককে জরিমানার প্রতিবাদে বিক্ষোভ ২ ঘন্টা আঞ্চলিক সড়ক অবরোধ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সিএনজি চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করায় ২ঘন্টা আঞ্চলিক সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এর নেতৃত্বে চুনারুঘাট পৌর শহরের ডিসিপি হাই স্কুল সড়কে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ৪ অটোরিক্সা সিএনজি চালককে ২’শ টাকা করে ৮’শ টাকা জরিমানা করা হয়। খবরটি মুহুর্তের মধ্যে সিএনজি শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা চুনারুঘাট-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের পৌর শহরের মধ্য বাজারে শত শত সিএনজি দাড় করিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুল কাদির সরকার, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজিদ মিয়াসহ অনেকেই। পরে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মশিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে অদক্ষ চালকরা অটোরিক্সা সিএনজি সড়কে চালিয়ে অহরহ সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও পঙ্গুত্ব বরণ করেছে। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।