Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে নেই মানসম্মত যাত্রীসেবা

স্টাফ রিপোর্টার ॥ শত বছরের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে নেই মানসম্মত যাত্রীসেবা। রাত হলেই স্টেশনে বৃদ্ধি পায় অপরাধিদের আনাগোনা। প্রতিনিয়তই ঘটছে চুরি-ছিনতাইয়ের ঘটনা, আর বসছে মাদকের হাট। এ অবস্থায় প্রায় অরক্ষিত হয়ে পড়েছে পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এ স্টেশনটি। জানা যায়, শায়েস্তাগঞ্জ স্টেশনে প্রতিদিন ভিড় জমে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানগামী হাজার হাজার যাত্রীর। কিন্তু নানামূখি অব্যবস্থাপনার কারণে মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। পুলিশি টহল জোরদার না থাকায় অপরাধিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে স্টেশনটি। দিনে দিনে বাড়ছে মাদকসেবি ও ছিনতাইকারীদের উৎপাত। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে মোবাইল ও মানিব্যাগসহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের ঘটনা। প্রতি রাতেই স্টেশনের চারপাশে বসে মাদকের হাট। চলে জমজমাট বিকি-কিনি। অনেক সময় নেশাগ্রস্থদের বখাটেপনার শিকার হন সাধারণ যাত্রীরা। জানা যায়, ‘নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ি হওয়ায় অধিকাংশ যাত্রীরা ট্রেনে যাতায়াত করে থাকেন। স্টেশনটিতে রয়েছে টিকিট সংকট। ভেঙে গেছে স্টেশনের বসার সিট, নেই কোনও টয়লেট ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। ‘গভীর রাতে যখন দূরদূরান্ত থেকে স্টেশনে মানুষ আসে তখন নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে চুরি, ছিনতাই, প্রতারক চক্রের একটি দৌরাত্ব ল্য করা যায়।’ আইন-শৃংখলা রাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘স্টেশন এলাকা থেকে চুরি ছিনতাই প্রতিরোধে প্রশাসনকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে। ঐতিহ্যবাহী স্টেশনটির সুদিন ফেরাতে সরকারের আন্তরিক উদ্যোগ চাই।’