Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভারতের থেকে আসা লিচুর খাঁচায় মাদক!

চুনারুঘাট প্রতিনিধি ॥ ভারত থেকে আসা লিচুর খাঁচায় করে আসছে বিভিন্ন জাতের মাদক। চোরাকারবারীরা লিচু আনার নাম করে দেদারচে নিয়ে আসছে নেশাদ্রব্য। এসব অপকর্ম দেখভালের জন্য বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামের শহিদ নামের এক লোককে নিয়োগ দেয়া হয়েছে ‘লাইনম্যান’ হিসেবে। তিনি বিজিবি-পুলিশের নামে প্রতিদিন আদায় করছেন ২০ হাজার টাকার বখরা।
সুত্র জানান, বাল্লা সীমান্তের ১৯৬৫ নং মেইন পিলার বরাবর চোরা ব্যবসায়ীরা ভারতের ত্রিপুরা রাজ্যের ঘোষপাড়া গ্রামে প্রবেশ করে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২ টার মধ্যে তারা প্রবেশ করে ভারতে। বিজিবির টহল থাকার পরও এ অপকর্ম চালানোর কারনে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সুত্রটি আরো জানায়, প্রতি খাঁচা লিচুর জন্য শহিদ আদায় করে ৩ শ টাকা। এমনি ভাবে প্রতি বাইসাইকেল ৩শ টাকা, প্রতি বোতল মদ ১০ টাকা, প্রতি বস্তা জিরা ৩শ টাকা ও অবৈধ পথে মানুষ পারাপারের জন্য জন প্রতি ৫ শ টাকা হারে বখরা নেয় শহিদ। সম্প্রতি বাল্লা সীমান্তের ১৯৬৫ নং পিলারের কাছে ৩ বাংলাদেশীকে পিঠিয়ে হত্যার পর বাল্লা সীমান্তে রেড এলার্ড জারি করে বিজিবি। এরপর এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। কয়েকদিন পর এলাকার এক মেম্বারের আশকারা পেয়ে এরা এলাকায় ফিরে এসে পুরাতন পেশায় লেগে পড়ে। এ বিষয়টি ইতোমধ্যেই বিজিবি’র কমান্ডিং অফিসারসহ সরকারের নানা গুরুত্বপূর্ন সংস্থাকে অবহিত করা হয়েছে কিন্তু কয়েকজন বিজিবি জোয়ানকে বদলী ছাড়া কাজের কাজ কিছুই হচ্ছেনা। চোরাকারবারীরা বীর দর্পে চালিয়ে যাচ্ছে তাদের পুরনো ধান্ধা।