Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাবি আইসিই সেন্টারের সিলেট বিভাগীয় মেন্টরশীপ প্রোগ্রাম আজ

এক্সপ্রেস ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশীপ (আইসিই) সেন্টার ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ‘বিজয় দিবস-২০২০ ভার্চ্যুয়াল সিএমএসএমই বিভাগীয় মেন্টরশীপ প্রোগ্রাম’ এর আয়োজন করেছেন। এই আয়োজনের অংশ হিসেবে সিলেট বিভাগীয় অনুষ্ঠানটি আজকে অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে জুম অ্যাপের মাধ্যমে এ মেন্টরশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই প্রোগ্রামে যেসব বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে তা হলো (১) বাজারজাতকরণ, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা এবং প্রযুক্তি, (২) লিগ্যাল, গভর্ন্যান্স এবং ডকুমেন্টেশন, (৩) স্ট্র্যাটেজি, ডাইভার্সিটি এবং মানসিক স্বাস্থ্য এবং (৪) অর্থায়ন, হিসাবরক্ষণ এবং প্রণোদনা প্যাকেজ।
এছাড়াও সিএমএসএমই ব্যবসায়ীগণ সরকার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, একাডেমিক প্রতিনিধিগণ সহ এই খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে তাদের অভিজ্ঞতা এবং মতামতকে জানতে পারবেন।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন জেলার সিএমএসএমইসদের জন্য আয়োজিত এই ভার্চ্যুয়াল মেন্টরশীপ প্রোগ্রামটি সর্বমোট ৬৪ ঘন্টার (প্রতি বিভাগের জন্য ৮ ঘন্টা)। সোমবার রংপুর ও রাজশাহী বিভাগীয়, মঙ্গলবার বরিশাল ও খুলনার বিভাগীয় মেন্টরশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সিলেট ও চট্টগ্রাম বিভাগ, বৃহস্পতিবার ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভাগীয় মেন্টরশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
সিলেট, রংপুর, বরিশাল এবং ময়মনসিংহের জন্য জুম মিটিং আইডি হচ্ছে ৭৫২ ৪০১ ৮২৮৬। রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকার জন্য জুম মিটিং আইডি হচ্ছে ৬৬১ ৬৮০ ৪২২৯। আগ্রহীদের অংশগ্রহণের আহবান জানিয়েছেন আয়োজকবৃন্দ।