Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলার সকল পল্লী চিকিৎসক ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রাথমিক চিকিৎসকদের নিয়ে কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার সকল পল্লী চিকিৎসক ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত (পিবিডিএস) প্রাথমিক চিকিৎসকদের নিয়ে হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে মাদার কেয়ার হসপিটাল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মাদার কেয়ার হসপিটাল এর পরিচালক সিরাজুল ইসলাম আপন এর সভাপতিত্বে ও চিকিৎসক শাহ্ মনসুর আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন (অব) ডাঃ গোলাম রাজ্জাক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি গাউছুল আজম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ আক্তার হোসেন, সহ-সভাপতি মাজহারুল আনোয়ার, কেন্দ্রীয় মহাসচিব আ.ন.ম রুস্তম আলী, যুগ্ম মহাসচিব দেওয়ান আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল জলিল, অর্থ সম্পাদক বেলাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আহমেদ, বিভাগীয় সদস্য মোজাহিদ মিয়া। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে ডাঃ গোলাম রাজ্জাক চৌধুরী বলেন, প্রাথমিক চিকিৎসকগণ মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করে জনস্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে তারা বিশেষ ভূমিকা রাখেন। তিনি এই পল্লী চিকিৎসকদের কাজের স্বীকৃতি দেয়ার জন্য সরকারের জোর দাবী জানান। প্রধান বক্তা গাউছুল আজম বলেন, নিজেদের স্বার্থ আদায়ের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই জন্য তৃণমৃল পর্যায়ের সকল ইউনিটে কমিটি গঠন করতে হবে। তিনি দ্রুত সময়ের হবিগঞ্জ সকল উপজেলা কমিটি গঠনের জন্য নিদের্শ প্রদান করেন। আলোচনা সভা শেষে চিকিৎসক শাহ্ মনসুর আলীকে সভাপতি, চিকিৎসক মোঃ মোজাহিদ মিয়াকে সহ-সভাপতি, জিবলু আহমেদ চৌধুরী রবিনকে সাধারণ সম্পাদক, তাউস আলম খানকে যুগ্ম সাধারণ সম্পাদক, খসরু মিয়াকে সাংগঠনিক সম্পাদক, মোঃ ছানু মিয়াকে সহ-সাংগঠনিক সম্পাদক, খায়রুল ইসলামকে অর্থ সম্পাদক ও সেবুনুর আক্তার লাকীকে নারী ও শিশু বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়। উক্ত কমিটিকে দ্রুত পুর্ণাঙ্গ কমিটি গঠনের নিদের্শনা প্রদান করা হয়।