Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের নজরুল সংগীত শিল্পী সুদর্শন ভট্টাচার্য্য উজ্জ্বলকে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সুদর্শন ভট্টাচার্য্য উজ্জ্বল সহ দেশের ২০ জন গুণী শিল্পীকে সংবর্ধিত করা হয়েছে। নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা পর্যায়ের ২০ জন গুণীজনকে ঢাকা শিল্পকলা একাডেমীর নাট্যশালার প্রধান মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি, সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেরদৌসী রহমান, সভাপতি নজরুল সংগীত শিল্পী পরিষদ। সুদর্শন ভট্টাচার্য্য উজ্জ্বল-এর হাতেকড়ি বড়বোন অপর্ণা বিশ্বাসের কাছে। তারপর ওস্তাদ বাবর আলী খাঁন ও ওস্তাদ রাসবিহারী চক্রবর্তীর কাছে। তিনি ১৯৭১ সালে মার্চ মাসে তৎকালীন হবিগঞ্জ মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশের ১ম জাতীয় পতাকা উত্তোলনের সময় সর্বকনিষ্ট শিল্পী হিসাবে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য সুদর্শন ভট্টাচার্য্য উজ্জ্বল হবিগঞ্জের প্রয়াত এ্যাডভোকেট শশীন্দ্রনাথ ভট্টাচার্য্যরে তৃতীয় ছেলে এবং কবি ও কলামিস্ট শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল এর বড় ভাই।