Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্রাহ্মণডুরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ঘোষণা দিয়েছেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের সামনের মাঠে প্রতি বছর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল মঙ্গলবার মাঠটিতে এমপি আবু জাহির ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ১৬ দলের অংশগ্রহণে মাসব্যাপি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠোর চারদিকে ১৫ সহশ্রাধিক মানুষের ভীড় জমেছিল। তখন এমপি আবু জাহির বলেন, ফুটবল হল গ্রাম-বাংলার মানুষের প্রাণের খেলা। ফুটবলের সাথে জড়িত থাকলে যুব সমাজ অপরাধ থেকে দূরে থাকবে। সেজন্যই আমি উন্নয়ন কাজে খেলাধূলাকে প্রাধান্য দেই। এই অঞ্চলের মানুষ যেন ফুটবল থেকে আরও বেশি বিনোদন পেতে পারে এবং এলাকা থেকে মেধাবী খেলোয়াড় বের করার উদ্দেশ্যে ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের সামনের মাঠে প্রতি বছর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। ফাইনাল খেলায় শাহজীবাজারকে হারিয়ে বাখরনগর ফুটবল দল বিজয়ী হয়েছে। তবে দুই দলকেই পুরস্কার হিসেবে একটি করে ফ্রিজ দেয়া হয়। খেলা পরিচালনা করেছেন জেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ব্রাহ্মনডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী টুটুল, সদস্য সচিব মোতাহের হোসেন চৌধুরী সুফীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।