Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দু’গ্রামবাসীর মাঝে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে হাঁসের পানি খাওয়াকে কেন্দ্র করে কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামের জামাল মিয়া ও জুহুরপুর গ্রামের তৌফিক মিয়ার মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই জের ধরে দু’ গ্রামবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহতরা হলেন, জুহুরপুর গ্রামের আলেক মিয়ার পুত্র সুহেল মিয় (২৪), মৃত আমির উল্লাহর পুত্র আব্দুল করিম (৬৫), মৃত তজমুল আলীর পুত্র জিলদার আলী (৭৫), মৃত আব্দুল করিমের পুত্র আব্দুল মাহিদ (৬০), মৃত গোলন মিয়ার পুত্র জমাত মিয়া (৪০), জয়নাল মিয়ার স্ত্রী রাহিলা বেগম (৩০), মৃত ছুরখ মিয়ার পুত্র বজলু মিয়া (৪০), রাজ্জাক মিয়ার স্ত্রী রোজি বেগম (২৬), মন্তাজ উল্লাহর স্ত্রী শাহেনা বেগম (৩৫), আমির উল্লাহর পুত্র আব্দুল হান্নান (২৫), রুশন উল্লার পুত্র হাবিব উল্লাহ (৩৫), তাহির উল্লার মেয়ে নিলা আক্তার (১৮), মৃত গরিব উল্লার পুত্র তাহির উল্লাহ (৭০), তাহির উল্লার মেয়ে রানী বেগম (১৯), হইবতপুর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র রেনু মিয়া (৪৫), মৃত আব্দুল কাদিরের পুত্র বশির (৬০), মৃত ছুরুক মিয়ার পুত্র সায়েদ মিয়া (৫০), শিশু মিয়ার পুত্র আমিনুর মিয়া (১৬)। বাকী আহতদের অবস্থা গুরত্ব হওয়ার সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আজিজুর রহমানের নিদের্শনায় এস আই আবু হানিফ নেতৃত্বে এস আই অমিতাব তালুকদার, এস আই মুজ্জাম্মেল হক, এএসআই হান্নান, এ এসআই সৌরভসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ পরিাস্থতি নিয়ন্ত্রন করেন।
এ ব্যাপারে এস আই আবু হানিফ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থেলে পৌছেঁ নিয়ন্ত্রন করি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।