Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার স্মরণে যুবলীগের সভায় এমপি আবু জাহির ॥ ত্যাগী নেতাদের কারণেই আজকের আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ডাঃ সামছুল হোসেন উমদা মিয়া ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ে আশ্রয়দাতা। ৭৫ পরবর্তীতে আওয়ামী লীগের সময় যখন সংকটের মধ্য দিয়ে যাচিছল তখন অনেক নেতাই সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিলেন। উমদা মিয়া তখন নিজের চেম্বারকে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য দিয়েছিলেন। এতেই বুঝা যায় জাতির পিতা এবং সংগঠনের প্রতি তার কি পরিমাণ দায়িত্ববোধ ছিল। উমদা মিয়ার মতো ত্যাগী নেতাদের কারণেই আজকের আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত। জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট সালিশ বিচারক ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, ধর্মের ব্যবহার করে যারা ফায়দা নিতে চায় তারা কোন সময় সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। আওয়ামী লীগ ইসলাম ধর্মকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আসছে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ। জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ সামছুর হোসেন উমদা মিয়ার সন্তান হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা যুবলীগের সহ সভাপতি এসএম আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তথ্য ও গবেষনা সম্পাদক শাহীন তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান প্রমুখ। পরে মরহুম ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন যুবলীগ নেতা মাওলানা তৈয়বুর রহমান।