Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করোনা পরিস্থিতির কারনে ‘ল’ ফাইনাল পরীক্ষার ফরম পূরন ফি মওকুফের দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তির সময় বেতন, ফি বাবদ আগাম প্রদানকৃত ১৫ হাজার টাকা সাথে সমন্বয় করে ‘ল’ ফাইনাল পরীক্ষার ধার্যকৃত ফরম পূরন ফি ৭ হাজার টাকা মওকুফের দাবিতে গতকাল রবিবার বিকাল ৪টায় হবিগঞ্জ ‘ল’ কলেজ প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ ‘ল’ কলেজ ২০১৮-২০১৯ সেশনের ফাইনাল পরীক্ষার্থী শফিকুল ইসলামের সভাপতিত্ত্বে এবং পরীক্ষার্থী ফয়সল আহমেদ তুষারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন। পরীক্ষার্থী তোফাজ্জল হোসেন, জেসী বেগম, সাইফুর রহমান মিজান, শেখ আজিজুর রহমান, অরুন শুক্ল দাশ, শেখ মইনুল শশী, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক, সমীরন দাশ, গাজী আলী হায়দার, তনুকা সেন, মোতাল্লিব তালুকদার দুলাল প্রমুখ। মানববন্ধনে বক্তাগন বলেন, কোভিড -১৯ এর প্রভাবে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্থ। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি দাবীর প্রতি ইতিবাচক সিদ্ধান্ত না করা হয় তাহলে অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। ফরম পূরন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ‘ল’ কলেজ প্রশাসন ও পরীক্ষার্থীতের প্রতি ফরম পূরন সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার আহ্ববান জানান। উল্লেখ্য যে, গত ৩ ডিসেম্বর হবিগঞ্জ ‘ল’ কলেজের অধ্যক্ষ বরাবর উক্ত দাবীতে স্মারক লিপি প্রদান করেও আশানুরূপ কোন সিদ্ধান্ত পাওয়া যায় নি।