Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৩য় শ্রেণীর কর্মচারিদের ২য় দিন কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্র্যালয় ও ৮টি উপজেলা কার্যালয়ের সকল ৩য় শ্রেণীর কর্মচারিরা গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২য়দিন কর্মবিরতি পালন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও ৩য় শ্রেণীর কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ না হওয়ায় তারা এই কর্মসুচি পালন করেন।
সকাল ১০টায় অফিসে হাজিরা দিয়ে সকল কর্মচারী জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্দিকে মিছিল করে। পরে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন আব্দুল কাদের, আব্দুস সামাদ, নজির হোসেন, নূর মিয়া, সামছুল হক, বনশ্রী চৌধুরী, উস্তার মিয়া, মিতালি, বিউটি সাহা, জাহানারা বেগম, রেজাউল প্রমুখ।
দাবি আদায়ের জন্য আগামী ১৫ জুন পর্যন্ত তারা বিভিন্ন কর্মসুচি পালন করবে। ২১ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে এবং পরবর্তি কর্মসুচি ঘোষণা করা হবে। এছাড়াও বিভিন্ন উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারিরা একই দাবিতে কর্মবিরতী পালন করে। কর্মবিরতী পালন শেষে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেয়া হয়। বক্তারা জানান, দাবী না মানা পর্যন্ত এ কর্মবিরতী অব্যাহত থাকবে।