Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌর নির্বাচন কে হচ্ছেন নৌকার মাঝি

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বছর ২০২১ সালের ১৬ জানুয়ারি। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তফসিল। প্রার্থীদের শুরু হয়েছে দৌড়ঝাঁপ। এরইমাঝে মতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্র্থীদের তালিকা চুড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ । এবার দেখার পালা কে হচ্ছে আসন্ন নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার কান্ডারী। নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ইচ্ছুক আওয়ামী লীগের ৭ জন প্রার্থী। মনোনয়ন প্রত্যাশী ৭ জন থাকলেও যোগ্যতা সম্পন্ন ত্যাগী ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার মনোভাব রয়েছে এমন ব্যক্তিকেই দলীয় মনোনয়ন দেবেন আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এমনটাই ধারণা তৃণমূলের নেতা-কর্মীদের। গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রার্থীদের আমলনামার খোঁজ খবর রাখছে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড। ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে মাঠ পর্যায়ের জরিপ। অন্যদিকে মনোনয়ন পেতে ঢাকায় অবস্থান করছেন প্রায় সকল প্রার্থী। পুরোধমে চলছে লবিং। ঢাকায় তদবিরে ব্যস্ত সময় পাড় করছেন মনোনয়ন প্রত্যাশীরা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৭ জনের মধ্যে রয়েছে- নবীগঞ্জ পৌরসভার সাবেক ৩ বারের মেয়র ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ আহমেদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মালিক ও লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা মোঃ তাজুল ইসলাম। সূত্র বলছে- আগামী ১৬ ডিসেম্বরের পর নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করবে কেন্দ্রীয় আওয়ামীলীগ।