Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে করণীয় শীর্ষক কর্মশালা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে করনীয় শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি, বানিয়াচং কর্তৃক “নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে করনীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ফারুক আমিন,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, আহাদ আলী, সিএনএন বাংলা টিভি ও মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া প্রমুখ। উপজেলা প্রশিক্ষক সেন্টু গোমেজের উপস্থাপনায় ব্র্যাকের নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার শীর্ষক আলোচনা উপস্থাপন করেন সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (জেন্ডার) মোঃ সুলতান মাহমুদ। বিভিন্ন পর্যায়ের আলোচনায় বক্তাগণ বলেন “নারী নির্যাতন শুধু নারীর একার ইস্যু নয়, নারী নির্যাতনের ফলে পুরুষরাও নানা ভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাই নারীর প্রতি নির্যাতন বন্ধে এগিয়ে আসতে হবে পুরুষদের। নারী-পুরুষ এক হয়েই গড়ে তোলা সম্ভব শান্তির্পূন পরিবার, সমাজ ও রাষ্ট্র। এছাড়াও হাওর এলাকার দারিদ্রতা দূর করে হাওরের মানুষের স্থায়ীত্বশীল জীবিকার ব্যবস্থা করার জন্য দূর্যোগ ঝুঁকি মোকাবেলা করা অত্যন্ত জরুরী। এ সমন্ত কাজ কারও পক্ষে একা করা সম্ভব না, সবাইকে সমন্বয়ের মাধ্যমে এক সাথে কাজ করার আহবান করা হয়।