Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিবিয়ানা সাউথ প্যাডে কাজে না নেওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বিবিয়ানা সাউথ প্যাডে কাজে নেওয়ার কথা বলে না নেওয়ায় এক ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত সোমবার ৭ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গণস্বাক্ষর দিয়ে একটি অভিযোগ করেন ওই ইউনিয়নের করিমপুর, কাকুরা ও চানপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ সুত্রে জানা যায়, অভিযোগকারীদের নবীগঞ্জ উপজেলার বুরহানপুর এলাকার করিমপুর বিবিয়ানা সাউথ প্যাডে অবস্থিত মেসার্স ফিরোজ এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় কর্মহীন শ্রমিকদের যোগ্যতা ভিত্তিক কাজ দেওয়ার কথা বলে মীর আক্তার হোসেন লিঃ এর প্রজেক্ট ম্যানেজার মাহফুজ ওই এলাকার স্থানীয়দের বাদ দিয়ে অর্থের বিনিময়ে তাদের মনোনিত ব্যক্তিদের কাছ থেকে শ্রমিক ও বিভিন্ন মালামাল নেওয়ার কার্য্যাদেশ দেয়। এতে এলাকাবাসীরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবগত করলে চেয়ারম্যান ম্যানাজারের সাথে কথা বলে ১০ জন ও পর্যায়ক্রমে সংখ্যানুপাত হারে শ্রমিক ও ছোট খাটো ব্যবসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে চেয়ারম্যান গ্রামের শ্রমিকদের সি.বি দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিঃ এ দাখিল করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার তার প্রতিষ্ঠানে আর কোন শ্রমিক লাগবে না বলে সি.বি গ্রহণ না করে ফিরিয়ে দেন। এতে শ্রমিকরা হতাশায় নিমিজ্জিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন উল্লেখ্য করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।