Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার করাব গ্রামে তুচ্চ ঘটনা নিয়ে মোল্লা বাড়ি ও নয়া বাড়ির লোকজনের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষের কারণে হবিগঞ্জ-লাখাই সড়কে যোগাযোগ ব্যবস্থা প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে। খবর পেয়ে লাখাই ও হবিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের এক যুবক দীর্ঘদিন ধরে করাব গ্রামের মোল্লা বাড়িতে কাজ করে। গতকাল রবিবার দুপুরে নয়া বাড়ির এক বাকপ্রতিবন্ধী যুবককে তুচ্ছ ঘটনা নিয়ে মারধোর করে। এতে নয়া বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোল্লা বাড়ি ও নয়া বাড়ির গোষ্ঠীর লোকজনের মাঝে বিকাল ৩টায় সংঘর্ষ হয়। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ আরও বেড়ে যায়। এক পর্যায়ে লাঠিচার্জ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ। গুরুতর আহত অবস্থায় খোকন, আল আমিন, জামাল, মুখলিছ, ফারুক, কামাল, হেলাল, রমজান আলী, রুবেল, রনি, লিলু, রিমন, মাসুক, কদ্দুছ, রিফাত, আবুল হোসেন, মাসুম, জুনায়েদ, হাকিমসহ অর্ধশতাধিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।