Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সংবিধান সংরক্ষণ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শুরুতে জাতীয় পার্টি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় উপজেলা জাতীয় পার্টি, যুবসংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, ছাত্র সমাজের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরন করেন।
গতকাল রবিবার (৬ নভেম্বর) বিকাল ৩ টায় কুর্শি সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু’র বাসভবনে উপজেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি নবনির্বাচিত আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির নেতা খলিলুর রহমান দুদু নুরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম (মরীর), হায়দর মিয়া, খায়রুল ইসলাম, সরওয়ার সিকদার, স্বেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ূম, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সভাপতি ভুলা দাশ, বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক খালিশ মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়নের সভাপতি সিরাজ উদ্দিন, দিঘলবাক ইউনিয়নের সভাপতি চান মিয়া চৌধুরী, আউশকান্দি ইউনিয়নের সভাপতি লুৎফুর রহমান, কুর্শি ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজল মিয়া, করগাও ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, বাউসা ইউনিয়ন জাপানেতা হারুন মিয়া, গজনাইপুর ইউনিয়ন জাপানেতা সৈয়দ ইমরান, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, পানিউম্দা ইউনিয়নের সভাপতি কর্পোরাল লুৎফুর রহমান, জাপানেতা মুন্সেফ আলম, আলাউদ্দিন, এলাওর মিয়া, উপজেলা যুবসংহতিনেতা এম এ মতিন চৌধুরী, আব্দুল হাই, মির্জা হোসাঈন হামজা, হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, আহমদ রেজা, আব্দুল মতিন মুন্না, জাবেদ মিয়া, সাইফুল ইসলাম খোকা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টিনেতা আবুল বাসার শিপন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক নিয়ামুল করিম অপু, ছাত্র সমাজনেতা আনোয়ার আলী, পারভেজ আলম বুলবুল প্রমুখ।