Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে চোখঁঘোলা রোগে হাসেঁর মৃত্যু ॥ দিশেহারা খামারী

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা পাঠলীপাড়া গ্রামের মৃত রুস্তম উল্ল্যার পুত্র জুনু মিয়ার খামারে হঠ্যাৎ করেই হাসেঁর শরীর গরম ও চোখ ঘোলা রোগ হয়ে তিন চার দিনের মধ্যে প্রায় ৩ হাজার হাসঁ মারা গেছে। গত কয়েক দিনে হাসঁ গুলো মারা যাওয়ায় প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হাসঁ খামারী সাংবাদিকদের জানান, খামারী জুনু মিয়া গত সেপ্টেম্বর মাসে একলক্ষ টাকায় সাড়ে তিন হাজার হাসেঁর বাচ্চা কিনেছিলেন কয়েক মাস ধরে তিন ছেলে কে সাথে নিয়ে হাসঁগুলো কে লালনপালন করেন, এখন হাসঁগুলো ডিম পাড়ার সময় এসেছে কিন্তু কয়েক দিন ধরে হঠ্যাৎ হাসেঁর শরীরে অজানা রোগ দেখা দেয়। জুনু মিয়া জানায় বিভিন্ন পশু ডাক্তার দেখিয়ে প্রায় আশিঁ হাজার টাকার ঔষধ এনেছি, ডাক্তার বলেছেন চোঁখ ঘোলা রোগ এটি। এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানায় এটি হাসেঁর মধ্যে ড্রাগফ্লাগ বা মাইক্লোফ্লাজমা হতে পারে, শীত মৌসুমে সাধারণত ড্রাগফ্লাগ বেশি হতে পারে।