Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ পিটুয়াকান্দি অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২ টি ড্রেজার মেশিন এবং ৩ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসের নেতৃত্বে বদলপুর ইউনিয়নের পিঠুয়াকান্দি ও আজাদপুরে অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এগুলো জব্দ ও ধ্বংস করা হয়। জানা যায়, বিগত বেশ কিছু দিন ধরে উপজেলার নদ-নদী সহ বিভিন্ন স্থানে একটি প্রভাবশালী বালু খেকো চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে আসছে। উপজেলা প্রশাসনের বারবার অভিযানে সরঞ্জামাদি জব্দ, ধ্বংস করলেও থামছে না ওই বালু খেকো চক্র। এভাবে বালু উত্তোলনের ফলে এলাকায় নদী ভাঙ্গন, ফসলি জমি বিনিষ্ট হওয়া সহ পরিবেশ বিপর্যয়ের বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস নিয়মিত অভিযানে নামেন। জব্দ ও ধ্বংস করা করা হয় হাজার হাজার মিটার পাইপ এবং ডজন খানেকের উপরে ড্রেজার মেশিন। অভিযান পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এসআই এখলাছুর রহমান ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস জানান, এই উপজেলায় কোনও অনুমোদিত বালু মহাল নেই। এরপরও অসাধু ব্যক্তিরা বিভিন্ন নদ-নদী এবং ভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বালু উত্তোলনের ২টি শেলো ড্রেজার মেশিন এবং প্রায় ৩ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।