Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে স্মার্টকার্ড বিতরণকালে সরকারি সিল-স্বাক্ষর জাল জালিয়াতির দায়ে ২ যুবককে ১ মাসের কারাদন্ড

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং স্মার্টকার্ড বিতরণকালে ভুয়া সিল স্বাক্ষর সরকারি (১০০ চালান) জালিয়াতি করার অপরাধে ২ জনকে আটক করেছেন ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যনের ওয়ারিশ উদ্দিন খান।
জানা যায়, নির্দিষ্ট তারিখ ও নিয়ামানুযায়ী (০২ ডিসেম্বর) বুধবার সকাল থেকে বানিয়াচং ২নং উত্তর পশ্চিম ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ করা হয়। কিন্তু সহজ সরল সাধারণ মানুষের কাছ থেকে ছলে বলে কৌশলে নানা রকম সমস্যা দেখিয়ে ভুয়া সিল স্বাক্ষর সরকারি চালান জালিয়াতি করে ৩৪৫ টাকা করে হাতিয়ে নিচ্ছে একদল লোক। এমন পরিস্থিতে বানিয়াচং ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান দুই জনকে আটক করেছেন। আটকৃতরা হলো হবিগঞ্জ পৈল গ্রামের জাহেদ মিয়া (৩২) ও শাহিন মিয়া (৩০)। ভুয়া সিল, স্বাক্ষর, সরকারি (১০০) চালান জালিয়াতি করার অপরাধে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অফিসার ইফফাত আরা জামান উর্মি প্রতারক শাহিন ও জাহেদ মিয়া কে ৭ (১) ধারায় এক মাসের বিনাশ্রমে কারাদ- প্রদান করেন।