Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বে-দখল হওয়া রাজরাণী সুভাষিণী বালিকা বিদ্যালয়ের ভূমি উদ্ধারের দাবি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গার রাজারাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের বেদখল হওয়া ভূমি উদ্ধারে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ ইমদাদুল হক চৌধুরী। গতকাল ৩০ অক্টোবর আবেদনে তিনি উল্লেখ করেন ১৯২৩ সালে ভূবঞ্জয় চক্রবর্তী ও শিবসুন্দরী দেবী এই জমির মালিক ছিলেন। পরবর্তীতে তিনি ওই জমি রেজিস্ট্রি মূলে দ্বীননাথ সাহার নিকট বিক্রি করেন। দ্বীননাথ সাহা তার দুইপত্র শ্রীনাথ দাস ও ক্ষেত্রমোহন দাসকে ওয়ারিশ রেখে মারা গেলে দুই ভাইয়ের মধ্যে ওই সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়। উক্ত বিদ্যালয়ের ভূমিটি ক্ষেত্রমোহন দাসের ছাহামমুক্ত হন এবং তিনি কালী প্রসন্ন দাস নামে পুত্রকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন। কালী প্রসন্ন রাজারাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে মৌখিকভাবে দান করে স্বত্ত্ব দখল বুঝিয়ে দেন এবং দানপত্র দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেন। কিন্তু ২০০০ সালের রমজান মাসে স্কুল ছুটি থাকার সুবাদে শ্রীমতপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র আজিজ আহমেদ গং বিদ্যালয়ের জায়গা দখলে নেন। সেই থেকে স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পক্ষ থেকে বিদ্যালয়ের দখল ছাড়তে বার বার তাগাদা দিলেও তিনি কর্ণপাত করছেন না। এদিকে বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের স্থান সংকুলান না হওয়ায় পাঠদান কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ফলে তিনি নিরূপায় হয়ে বিদ্যালয়ের জায়গা দখল মুক্ত করতে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন।