Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেছেন নারীর ক্ষমতায়ন এবং হত-দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে কাজ করছি

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেছেন নারীর ক্ষমতায়ন এবং হত-দরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে পৌর এলাকার প্রায় ৬৩ জন মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এবং আমাদের তত্ত্বাবধানে পৌর এলাকার ২০ জন মহিলাকে মাসব্যাপি কুটির শিল্পের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে যাতে করে তারা নিজেরা বিভিন্ন জিনিস তৈরী করে বাজারে বিক্রি করে অজির্ত অর্থ দিয়ে স্বাবলম্বী হতে পারে। তিনি গতকাল রোববার সকালে পৌর সভার জেন্ডার এ্যাকশন প্ল্যানের আওয়ায় হত-দরিদ্র মহিলাদের কুটির শিল্পের উপর মাস ব্যাপি প্রশিক্ষণ শেষে সনদ-পত্র বিতরণ সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ ফারুক, প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, নির্বহী প্রকৌশলী রতœাংকুর দাস, কাউন্সিলর আবুল বাশার, দুলাল খাঁ, গোলাপ খাঁন, সুরঞ্জন পাল, এমদাদুল হক ফেরদৌস, শামসুল আলম, হরিদাস রায়, ইশরাত জাহান ডলি, স্বপ্না পাল, সাহা বানু, অফিস প্রধান স্বরবিন্দু রায়, কার্য সহকারী আশিষ দেবনাথ, প্রশিক্ষক সানজিদা খানম, নুরে নাঈমা, প্রশিক্ষণার্থী তন্বী দেব, স্বরমিলি ঋষি প্রমূখ। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সদন-পত্র তুলে দেন মেয়র ও অতিথিরা।