Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মৎস্যজীবী লীগের স্বীকৃতিপ্রাপ্তির বর্ষপূর্তি উদযাপন ॥ তাজুল ইসলামকে ¯œানঘাট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী দেয়ার দাবি

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের স্বীকৃতিপ্রাপ্তির ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার রাতে টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
জেলা মৎসজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রমিজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং ¯œানঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মৎসজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আব্দুস ছালাম, মনির খান, ইমান আলী, আব্দুল খালেক, আনেয়ার হোসেন, আব্দুল কদ্দুছ, ফতু মিয়া, আমজদ আলী, কাউছার আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবিগঞ্জ জেলাজুড়ে মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দকে কাজ করার ব্যাপারে তিনি বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন।
বর্ষপূর্তির অনুষ্ঠানে মৎসজীবী লীগের নেতৃবৃন্দ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলায় ৭২টির মধ্যে একটি মাত্র ইউনিয়ন ¯œানঘাটে মোঃ তাজুল ইসলামকে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী হিসেবে ঘোষণার জন্য জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি জোর দাবি জানিয়েছেন।