Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং লাখাই উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দের পরিচালনায় এতে প্রধান আলােচক হিসাবে বক্তব্য রাখেন ড. মো: সেলিম খান প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার বিসিএসআইআর। আলোচনা করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মহোাজিয়া বেগম, এসএসও সগিরুল ইসলাম, সুজিত কুমার বণিক, বৈজ্ঞানিক কর্মকর্তা নাতাসা নাপিস হক। সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেন আগতরা।