Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন” শীর্ষক সেমিনার অনুষ্টিত

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন” শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে। সরকারের এসডিজি (সাসটেন্স ডেভলাপমেন্ট গোল) বাস্তবায়নের জন্য স্থানীয় পর্যায়ের টেকসই উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যাবসায়ীসহ সহ স্থানীয় উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িতদের বিভিন্ন সুপারিশের ভিত্তিতে নীতিমালা প্রনয়নের জন্য দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় সেমিনারটি অনুষ্টিত হয়েছে। ২৫ নভেম্বর বুধবার বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।ভার্চুয়ালিভাবে সেমিনারটি উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান, এডিসি মরজিনা আক্তার, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, নির্বাহী ম্যাজিস্টেট ও ফেসিলিটেটর আফিয়া আমিন পাপ্পা ও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, বড়বাজার ব্যক্স সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদীন, ব্যবসায়ী নেতা মোঃ আঙ্গুর মিয়া। সেমিনারে বিভিন্ন শ্রেনী-পেশার অংশগ্রহনকারীদেরকে দশটি গ্রুপে ভাগ করা হয়। সুপারিশকারীদের সুপারিশমালার মধ্য থেকে গুরুত্বপূর্ন বিষয়বস্তু বাছাই করে তা বাস্তবায়ন করা হবে বলে সেমিনারে জানানো হয়।