Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিদ্যুত প্ল্যান্টের কাজে গাফিলতি পাহাড়পুর গ্রামের অর্ধশতাধিক পরিবার পানিবন্দি ॥ প্রতিবাদে ২ ঘন্টা কাজ বন্ধ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে এলাকার পাহারপুর গ্রামের অর্ধশতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এসব পরিবারের ঘরবাড়ী গাছপালা ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। উত্তেজিত জনতা গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের কাজ বন্ধ করে রাখে। পরে কর্তৃপক্ষের লোকজন এসে জনতার সাথে আলোচনা সাপেক্ষে প্রায় ২ঘন্টা পর কাজ চালু হয়। এলাকাবাসী জানায়, বিদ্যুৎ প্ল্যান্টের পার্শ¦বর্তী পিডিপির পাওয়ার প্ল্যান্ট ২৬ একর ভূমি অধিগ্রহন করে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে দীর্ঘদিন ধরে ভরাটের কাজ করছে। কিন্তু পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বর্ষা মৌমুসে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পাহারপুর গ্রামের অর্ধশতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গ্রামবাসীর অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দেওয়া হলেও তাদের অবহেলায় গ্রামের মানুষ প্রায় ২ সপ্তাহ ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর দিন যাপন করছেন। গতকাল শনিবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, পানিবন্দি অনেকেই বাড়ি ঘর ফেলে নিরাপদ স্থানে চলে গেছেন। এক পর্যায়ে গ্রামবাসী অতিষ্ট হয়ে গতকাল সকাল ১০টা হইতে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২ঘন্টা পাওয়ার প্ল্যান্টের কাজ বন্ধ করে দেয়। পরে কর্তৃপক্ষ স্থানীয় জনতার সাথে সমঝোতা করে কাজ সমাধা করার শর্তে আবার কাজ শুরু করে। গ্রামের দিন মজুর সাইফুল ইসলামের স্ত্রী হেনা বেগম বলেন, ওই পাওয়ার প্ল্যান্টের বৃষ্টির পানিতে আমরা পানি বন্দী হয়ে পড়েছি, গত ২সপ্তাহ ধরে ঘর বাড়ি ছেড়ে অন্যস্থানে গিয়ে বসবাস করছি। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান দিলোওয়ার হোসেন বলেন, গ্রামবাসী এ ব্যাপারে কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিয়েছেন আমি শুনেছি। আমরা চাই অচিরেই কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে। বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্টের কাজে নিয়োজিত পিজিসিবির প্রকৌশলী পলাশ দাশ বলেন, গ্রামবাসীর অভিযোগ আমরা পেয়েছি এবং সরেজমিন পরিদর্শন করেছি, উর্ধŸতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এর সুষ্ট সমাধান করা হবে।