Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাতিরপুরে দুই পক্ষের বিরোধে হচ্ছে না রাস্তা ঢালাইয়ের কাজ ॥ উত্তেজনা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাতিরপুর আবাসিক এলাকায় রাস্তা নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে এক যুবক ষড়যন্ত্রের শিকার হয়ে কারাভোগও করেছে। তবুও রাস্তা করার জন্য সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় ওই এলাকার সাবিত্রী রায় নামের এক বিধবা মহিলা পৌরসভা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, ওই এলাকার একমাত্র চলাচলের রাস্তা প্রশস্থ করে দেয়ার জন্য পৌরসভা থেকে বলা হলেও ওই এলাকার তাপস পোদ্দার ও কাঞ্চন পোদ্দারসহ একদল লোক তাদের বাসার জায়গার অংশ থেকে জায়গা ছাড় দেননি। ফলে দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শত শত লোক ওই সড়ক দিয়ে চলাচল করতে পারছেন না। স্থানীয়রা জানান, ওই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন শত শত লোক যাতায়াত করেন। উল্লেখিত কারণে ওই রাস্তাটি পৌরসভার পক্ষ থেকে ঢালাই করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা মৃত বীরমুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দেবের পুত্র ব্যবসায়ী বাবুল চন্দ্র দেব প্রতিবাদ করলে কাঞ্চন পোদ্দার, তাপস পোদ্দারের সাথে বিরোধ হয়। এক পর্যায়ে তাপস পোদ্দার একটি মামলা দিলে বাবুল কারাগারে যান। এরপরও তাদের মাঝে রাস্তা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় উভয়পক্ষের মাঝে সংঘর্ষের আশংকা করা হচ্ছে। তাছাড়া তাপস পোদ্দারের পক্ষ নিয়ে শিবেন্দ্র রায়, মানস রায়, শুভাস দাস, ঝন্টু সরকার ও মুকুলসহ একদল লোক ওই বিধবা মহিলাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন নারী। এ বিষয়ে ৩নং ওয়ার্ড কাউন্সিলর দিলীপ কুমার দাশ জানান, রাস্তাটি পৌরসভা থেকে ঢালাই করে দেয়ার বরাদ্দ হলেও তাদের বিরোধের কারণে রাস্তা করা সম্ভব হচ্ছে না।