Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কামড়াপুরের মাদক ব্যবসায়ী আশুগঞ্জে র‌্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর একজনসহ দুই মাদক ব্যবসায়ী আশুগঞ্জে র‌্যাবের হাতে আটক হয়েছে। আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে-কামড়াপুরের ইফসুফ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২১) ও কিশোরগঞ্জের পঞ্চবটি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে সাগর মিয়া (২৪)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে গোলচত্বরের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে তাদেও আটক করা হয়। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরো জানা যায় যে, উক্ত মাদক ব্যবসায়ী চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় মাদকদ্রব্যের একটি বড় চালান নিয়ে ঢাকার যাওয়ার জন্য অপেক্ষা করছে। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তাদের কাছে থাকা ১টি প্লাস্টিকের বস্তা ও ১টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। বস্তা ও ব্যাগ ২টি তল্লাশী করে ১৭১ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৩ লাখ ৭২হাজার টাকা। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।