Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জমি বিক্রির নামে টাকা নিয়েও রেজিস্ট্রি করে দিচ্ছেন না এডঃ সালেহ উদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ জমি বিক্রির নামে টাকা নিয়ে রেজিস্ট্রি করে দিচ্ছেন না এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। হবিগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর এমন অভিযোগ করেছেন লাখাই উপজেলার সিংহগ্রামের জিলাই মিয়ার পুত্র মোঃ মোশারফ আহমেদ নামের এক ব্যক্তি। অভিযোগে উল্লেখ করা হয়, এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ অভিযোগকারী মোঃ মোশারফ আহমেদের চাচা। এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ২০০৭ সনে লাখাই উপজেলার সিংহগ্রাম মৌজার জে.এল নং ৪০, আর.এস খতিয়ান নং ৯৬৭, আর.এস দাগ নং ১৯৩ ও ১৯৪ এর মধ্যে ১৯ শতক ভুমি বিক্রির নামে মোশারফের কাছ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা নেন। সে সময় তার নামে উল্লেখিত ভুমির ‘রেকর্ড না থাকায়’ রেজিস্ট্রি করে দেননি। পরে তার নামে ‘রেকর্ড সংশোধিত হলেও’ তিনি রেজিস্ট্রি করে দিতে সময় ক্ষেপন করেন। একপর্যায়ে এলাকার মুরুব্বিয়ান এবং টাকা লেনদেনকালীন সময়ের স্বাক্ষীগণসহ স্থানীয় জনপ্রতিনিধিদের স্বরনাপন্ন হলে তিনি ‘অহেতুক ও অযৌক্তিক’ শর্তারোপ করেন। উপায়ন্তর না দেখে ন্যায় বিচারের স্বার্থে গত ২২ অক্টোবর হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন মোশারফ। অভিযোগপত্রে যেসব স্বাক্ষীগণের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, ওই গ্রামের মৃত দৌলত মিয়ার পুত্র মোঃ ধলাই মিয়া, মৃত আজদু মিয়ার পুত্র ও গ্রামের প্রধান মুরুব্বি মোঃ মাসুকুর রহমান মাসুক, মোঃ ধলাই মিয়ার পুত্র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মহিউদ্দিন রিপন, মৃত হাজী ইমাম বক্সের পুত্র মুরুব্বি মোঃ নাছির উদ্দিন নাসু, নোয়াব আলীর পুত্র ও মহল্লার সর্দার মোঃ হারিছ মিয়া, মৃত লাতুর হোসেনের পুত্র মোঃ তোতাই মিয়া, মৃত হাজী করিম হোসেনের পুত্র সিংহগ্রাম কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম শাফি, মৃত নসু মিয়া তালুকদারের পুত্র মুরুব্বি মোঃ আব্দুল আউয়াল, মৃত আজিজুর রহমান ওরফে ছায়েদ মেম্বারের পুত্র সর্দার জাকির হোসেন মেম্বার, মৃত হাজী নজির মিয়ার পুত্র সর্দার মোঃ ভেলন মিয়া, ফুলন মিয়ার পুত্র সর্দার মোঃ মহিবুর রহমান, কামড়াপুরের প্রধান সর্দার মোঃ ছফিল মেম্বার, মোঃ আজদু মিয়া মেম্বার ও মোঃ ফিরুজ আলী, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ ফুলন মিয়া, ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ হারুনুর রশিদ ও সাবেক মেম্বার মোঃ শফিকুল, লাখাই উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সিংহগ্রামের মুরুব্বি হাজী জানে আলম, একই গ্রামের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ নুরুল আমিন এবং লাখাই সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোঃ মইনুল ইসলাম মেম্বার। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।