Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের ইউএনও’র হস্তক্ষেপে মৃত্যুর দোয়ার থেকে মুক্ত আকাশে

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গের ইউএনও মাসুদ রানার হস্তক্ষেপে নিশ্চিত মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছে ওরা। এ যেন আলাদা এক অনুভূতি। মুক্ত আকাশে উড়া দিয়ে ডানা নেড়ে ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে সাদা বকের দল। বুধবার ভোর সাড়ে ৬টায় সাইকিং করতে বের হন ইউএনও মাসুদ রানা। পথিমধ্যে বানিয়াচঙ্গের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের কুতুব খানী গ্রামের রাস্তায় হঠাৎ দেখতে পান, একজন পাখি শিকারী প্রায় ২০ থেকে ২৫টি সাদা বক শিকার করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। বিষয়টি নজরে আসার সাথে সাথেই ওই শিকারীকে কৌশলে আটকিয়ে তার কাছ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। ইউএনও’র পরিচয় জানতে পেরে ওই শিকারী পাখিগুলো অন্যের কাছে দেয়ার পরপরই দৌড়ে পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া পাখিগুলোকে উপজেলা পরিষদ মাঠে নিয়ে এসে সকল অফিসারবৃন্দকে সাথে নিয়ে খোলা আকাশে ওই পাখিগুলোকে অবমুক্ত করেন ইউএনও মাসুদ রান। এ বিষয়ে ইউএনও মাসুদ রানা বলেন, পাখি আমাদের প্রকৃতির সৌন্দর্য্য বাড়িয়ে দেয় এবং পরিবেশের জন্য অত্যান্ত উপকারী, পাখি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সামনে শীত মৌসুম অনেক অতিথি পাখি আমাদের এখানে আসবে, আমাদের সবার উচিত পাখিগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখা। পাখি শিকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ দায়িত্বে আপনারা পাখি শিকার ছেড়ে দিন, নতুবা পাখি শিকার রোধে কঠোর আইন প্রয়োগ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।