Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে কলাপাতা ও ক্যাফে তাজ রেস্টুরেন্টসহ ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে শহরের কলাপাতা ও ক্যাফে তাজ রেস্টুরেন্টসহ ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিতদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা করেন। এ সময় খাবারে টেস্টিং সল্ট, অনুমোদনবিহীন রং ব্যবহার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য রান্না করার জন্য কোর্ট মসজিদ এলাকার কলাপাতা রেস্টুরেন্ট কে ৬ হাজার এবং খাবারের টেস্টিং সল্ট ব্যবহার ফ্রিজে কাঁচা বাসি খাবার রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ক্যাফে তাজ রেস্তোরাঁকে ৭ হাজার টাকা এবং সার্বিক অবস্থা ঠিক করার জন্য তিন দিন সময় বেঁধে দেয়া হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে বগলা বাজারের তামান্না ষ্টোর কে ২ হাজার টাকা, আফতাব এন্ড সন্স চৌধুরীকে ২ হাজার টাকা, সঞ্জিত স্টোরকে ৩ হাজার টাকা, দুর্জয় এন্টারপ্রাইজকে ২ হাজার টাকাসহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক দেবানন্দ সিনহা তাকে সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।